মো. রাকিবুল ইসলাম, মরক্কো থেকে : নজিরবিহীন নিরাপত্তায় বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা শুরু হয়েছে।
সোমবার মরক্কোর পরাবাস্তব শহর খ্যাত মারাকেশে শুরু হয় সপ্তাহব্যাপী এ সভা।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার উপস্থিতিতে স্থানীয় সময় সকাল ১১টায় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্বের প্রায় ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এতে অংশ নিচ্ছেন। এ ছাড়াও এতে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আইএমএফ ও বিশ্বব্যাংক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ হাজার অংশগ্রহণকারীর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা দিতে পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাড়ে ৬ হাজার কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে মরক্কো কর্তৃপক্ষ। সমাবেশস্থলে পুলিশের ১০০ গাড়ি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেনা সদস্যদের পাশাপাশি মরক্কোর রয়েল এয়ার ফোর্সকে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। সারা শহর জুড়েও নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি লক্ষনীয়।
৫০ বছর পর আফ্রিকার মাটিতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের এ বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ১৯৭৩ সালে আফ্রিকায় আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা হয়েছিল। তখন কেনিয়া অনুষ্ঠানটি আয়োজন করেছিল। ২০২১ সালে দক্ষিণ মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে বার্ষিক সভা আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সমাবেশটি দু’বার স্থগিত করতে হয়েছিল। এবারও গত মাসে মারাকেশের দক্ষিণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটে। একারণে এবছরও মরক্কোতে সভা হবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অবশেষে মরক্কো কর্তৃপক্ষের দৃঢ়চেতা মনোভাবের কারণে এবারের সভা অনুষ্ঠিত হতে চলেছে।
মহাদেশটি বিভিন্ন দেশে সংঘাত ও সামরিক অভ্যুত্থান থেকে উদ্ভুত নিরবচ্ছিন্ন দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত সপ্তাহে আবিদজানে এক বক্তৃতায় বলেছেন, “একবিংশ শতাব্দীতে একটি সমৃদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য একটি সমৃদ্ধ আফ্রিকার প্রয়োজন। আইএমএফ এবং বিশ্বব্যাংক আফ্রিকাকে তাদের নির্বাহী বোর্ডে তৃতীয় আসন দেওয়ার জন্য প্রস্তুত, যা মহাদেশটিকে ‘শক্তিশালী কণ্ঠস্বর’ দেবে।”
১৯৪৬ সাল থেকে প্রতিবছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ সভা অনুষ্ঠিত হয়। পরপর দুই বছর ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় বছর হয় অন্য কোনো সদস্য দেশে। বোর্ড অব গভর্নরসের সদস্যরা নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেন এতে। এই আয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক কমিটির বৈঠক এবং গভর্নরদের অংশগ্রহণে প্ল্যানারি সেশনের আলোচনাও অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।