নজিরবিহীন ভাবে রেকর্ড চড়া সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক: নজিরবিহীন ভাবে ভারতের কলকাতার বাজারে ৫৯,৫০০ টাকায় উঠল ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম। জিএসটি ধরলে ৬১,২৮৫ টাকা। এমন রেকর্ড দরে আতান্তরে ক্রেতারা। ব্যবসায়ীদের আক্ষেপ, অস্থিরতার জেরে বিশ্ব বাজারে বর্ধিত দামের প্রভাব বহু দিন ধরেই পড়ছে দেশে। তা সত্ত্বেও এতে আমদানি শুল্ক (১৫%) কমানোর আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র।
গত দু’দিনে দেশে সোনা চড়েছে ১৭০০ টাকা। সূত্রের দাবি, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় বুধবার বাড়ে ডলারের দাম। যা সোনাকেও ঠেলে তুলেছে। প্রতি আউন্স হয় ১৯৬০ ডলার। বৃহস্পতিবার ব্যাঙ্ক অব ইংল্যান্ড ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। ফলে সোনা নিয়েও আশঙ্কা বাড়ছে।
দু’দিনে কলকাতায় রুপোর বাট কিলোগ্রামে ৩১০০ টাকা বেড়ে হয়েছে ৭১,৩০০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজেটে রুপোর আমদানি শুল্ক বেড়ে ২৫% হওয়ায় এর গয়না, বাসন-সহ নানা পণ্যের দাম বাড়বে। তবে সোনার গয়না আমদানিতে শুল্ক বেড়ে ২৫% হলেও, তার কোনও প্রভাব পড়বে না।
সূত্র আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।