স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে মাঠে নামতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ থেকে নটিংহামে শুরু হওয়া ম্যাচের আগ মুহুুর্তে ছিটকে যান কিউই অধিনায়ক।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। আর উইলিয়ামসনের জায়গায় বিকল্প হিসেবে হামিশ রাদাফোর্ডকে দলে নিয়েছে কিউইরা।
র্যাপিড এন্টিজেন টেস্টে (আরটিএ) করোনা পজিটিভ হন উইলিয়ামসন। দ্বিতীয় টেস্ট থেকে উইলিয়ামসন ছিটকে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া, কেনের জন্য দুঃখজনক। এই সময়ে আমরা সবাই তাকে অনুভব করছি এবং জানি সে অনেক বেশি হতাশ।’
তিনি আরও বলেন, ‘হামিশ আগে থেকেই টেস্ট দলের সাথে ছিল এবং ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে লিস্টারশায়ার ফক্সেসের হয়ে খেলেছিল।’
করোনায় আক্রান্ত হওয়ায় ৫ দিনের জন্য বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে উইলিয়ামসনকে। ৫ দিন পর আবারও করোনা পরীক্ষা করা হবে। নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পারবেন উইলিয়ামসন।
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিলো নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নিউজিল্যান্ড। ঐ টেস্টে ব্যাট হাতে ২ ১৫ রান করেছিলেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের সফরের শুরুতে সাসেক্সের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন হেনরি নিকলস, ব্লেয়ার টিকনার ও কোচ শেন জার্গেনসন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।