আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে রাশিয়ার ‘মির পেমেন্ট সিস্টেমের’ ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য কয়েকদিন ধরে তুরস্কের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান নিউইয়র্ক থেকে বলেছেন, তুরস্কে রাশিয়ার মির পেমেন্ট সিস্টেম চালু রাখা হবে নাকি বন্ধ করে দেওয়া সেটি নিয়ে তিনি আলোচনা করবেন।
তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্কে মির পেমেন্ট সিস্টেমের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে।
রাশিয়ার মির পেমেন্ট সিস্টেম হলো ‘মাস্টারকার্ডের’ মতো একটি পেমেন্ট সিস্টেম।
মির পেমেন্ট সিস্টেম ব্যবহার করা তুরস্কের পাঁচটি ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের হুমকির পর এটির ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানতে চেয়েছে কিভাবে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ না করে অর্থনৈতিক কার্যক্রম চালানো যাবে।
প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আমি ইস্তানবুলে শুক্রবার (মির পেমেন্ট সিস্টেম বন্ধ করে দিতে) চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
যদিও তিনি যোগ করেন, নিষেধাজ্ঞা বন্ধুত্বের সঙ্গে মিলে না।
এদিকে যুক্তরাষ্ট্র হুশিয়ারি দিয়ে বলেছে, তাদের আরোপিত নিষেধাজ্ঞা তুরস্ককে মানতে হবে। যদি তারা নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তারা নিজেরাই নিষেধাজ্ঞার আওতায় পরে যাওয়ার ঝুঁকিতে পরবে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।