Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নতুন অধিকার বিপ্লবের পথে মিশর!
    আন্তর্জাতিক

    নতুন অধিকার বিপ্লবের পথে মিশর!

    Shamim RezaSeptember 25, 20193 Mins Read
    Advertisement

    Screenshot_1
    ‘ভয়ের দেয়াল ভেঙে গেছে’ শিরোনামে কায়রোর একটি প্রধান সড়কে বিক্ষোভের ছবিটি ছেপেছে রয়টার্স
    আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিতব্য ‘নি পীড়নের সংজ্ঞায়ন ও অপরাধীকরণ’ শীর্ষক নি পীড়নবিরোধী সম্মেলন স্থগিত করেছে জাতিসংঘ। গত ৪ ও ৫ সেপ্টেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষমেশ হয়নি। সম্মেলনটি না হওয়ার জন্য মিশরের মানবাধিকার সংস্থাগুলোকে অভিযুক্ত করছে জাতিসংঘ।

    এদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, সরকারের অভ্যন্তরীণ নিপীড়ন ঢাকতেই জাতিসংঘ এমন সম্মেলন করতে চায় মিশরে। এ ব্যাপারে দেশের সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে দেশটির ‘হিউম্যান রাইটস স্টাডিজ ইনস্টিটিউট’ এর কর্মকর্তা মুহাম্মাদ জারী বলেন, ‘যে দেশে নিয়মিত নাগরিকদের নি পীড়নের শিকার হতে হয়, সে দেশে নি পীড়নের সংজ্ঞায়নের জন্য কোনো সম্মেলন করাটা রীতিমতো অযৌক্তিক। মানবাধিকারসংক্রান্ত যে কোনো সভা-সম্মেলনের জন্য মিশর উপযোগী জায়গা নয় বলে আমি মনে করি।’

    দেশের এ পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে মিশরের সাধারণ জনগণ ও মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে পড়েছে। মোহাম্মেদ আলীর নেতৃত্বে ডাকে বর্তমান প্রধান আব্দেল ফাত্তাহ সিসির পদত্যাগ চেয়ে আন্দোলন করছে তারা। মিশরের বিভিন্ন শহরে ‘পদত্যাগ চাই’ স্লোগানে চলছে বিক্ষোভ-আন্দোলন।

    এদিকে মিশরের সংবিধান সংশোধনী নিয়ে বিশ্লেষকরা বলছেন, শুধু অর্থনীতির মন্দা কাটাতেই নয়, বরং ২০৩০ সাল পর্যন্ত সিসির ক্ষমতা নিশ্চিত করতেই সংবিধানের এমন সংশোধনী আনা হয়েছিল। এছাড়া গত নির্বাচনে সিসির প্রতিদ্বন্দ্বিতায় লড়তে চাওয়া জেনারেল সামি আনানকে ১০ বছরের জন্য কারাবন্দি রাখতেও সংবিধানের সংশোধনী আনা হয়েছিল বলে বিশ্লেষকদের ধারণা।

       

    ২০১৮ এর নির্বচনে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মিডিয়ায় ব্যাপক প্রচারণার অভিযোগ রয়েছে সিসির বিরুদ্ধে। পাশাপাশি অজানা কারণে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির মৃ ত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে সিসির বিরুদ্ধে। কারাগারে যথাযথ চিকিৎসার অভাব ও অস্বাভাবিক আচরণের কারণেই মুরসির মৃ ত্যু হয়েছে বলে বলছেন অনেকে।

    এত কিছুর পরও এখন পর্যন্ত নিরুদ্বিগ্নভাবে ক্ষমতায় রয়েছেন আবদেল ফাত্তাহ সিসি। ক্ষমতায় আসার পরই সশস্ত্র বাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে নিজের ক্ষমতাকে স্থায়ী করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবেক রাষ্ট্রপতি মুরসির শাসনামলে সিসি প্রতিরক্ষামন্ত্রী থাকার ফলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মুরসিকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দি করতেও সক্ষম হয়েছিলেন তিনি। মিশরের রাস্তাঘাট গত শুক্রবার পর্যন্ত শান্ত ছিল।

    গত শুক্রবার থেকেই মিশরের জনগণ রাস্তায় নেমে পড়ে। এরই মধ্যে তারা বিক্ষোভ করে কায়রোর তাহরির স্কয়ারে পৌঁছে গেছে। রোববার রাতেও বিক্ষোভ ছিল ক্রমবর্ধমান। এদিকে বিক্ষোভকারীদের প্রতিহত করতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। টিয়ারগ্যাস ছোড়াসহ লাঠিচার্জ করছে পুলিশ। দুই শতাধিক প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে। সিসির শাসনামলে মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্টের বিশেষ দৃষ্টি পেলেও এখনও তারা সশস্ত্র বাহিনীর নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

    তবে এইটুকু নিশ্চিত করে বলা যায়, আরবের যে সাংস্কৃতিক, সাহিত্যিক এবং রাজনৈতিক অবকাঠামো তাতে এ অঞ্চলে নিরঙ্কুশ স্বৈরশাসক টিকতে পারবে না। হোসনি মোবারক ও মুয়াম্মার গাদ্দাফির মতো দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকা একনায়কদের শোচনীয় পরাজয়ই সেটার প্রমাণ বহন করে।

    গত ছয়বছর ধরে মিশরে যেসব পরিবর্তন এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, একজন আদর্শ রাজনীতিকের যেসব গুণাবলি থাকা দরকার সিসির মধ্যে তা নেই। তাছাড়া, কোনো সরকারপ্রধানকে চেনা যায় তার বিরোধী দলের ওপর ভিত্তি করে। অথচ মিশরে সিসির শাসনামলে তাকে চ্যালেঞ্জ করার মতো বিরোধী দলই ছিল না। সিসি ক্ষমতায় এসে এখন পর্যন্ত যা যা করেছেন, তা-ই তার পদত্যাগের জন্য যথেষ্ট।

    অন্যদিকে মিশরের কোনো কোনো গণমাধ্যম সিসির পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। মিশরের এই চলমান পরিস্থিতি যেখানে সাধারণ জনগণ ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে, সেখানে গণমাধ্যমের এই আচরণ আন্দোলকে রীতিমতো আরও ত্বরান্বিত করে তুলছে। (নিউ অ্যারাব অবলম্বনে)

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    সন্ত্রাসী নিহত

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

    September 28, 2025
    কেপি শর্মা ওলি

    “আমি দেশ ছেড়ে পালাবো না, সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব”: কেপি শর্মা ওলি

    September 28, 2025
    ইমেল্ডা

    মার্কিন উপকূলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইমেল্ডা

    September 28, 2025
    সর্বশেষ খবর
    গ্রেপ্তার

    সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার গুলশান থেকে গ্রেপ্তার

    সিজদা

    আল্লাহর কৃতজ্ঞতায় নবীজি (সা.)-এর সিজদা

    সন্ত্রাসী নিহত

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

    কেপি শর্মা ওলি

    “আমি দেশ ছেড়ে পালাবো না, সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব”: কেপি শর্মা ওলি

    ওয়াকআউট

    নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের : সিএ ফ্যাক্ট চেক

    প্রতিরক্ষা চুক্তি

    বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান

    শোক প্রকাশ

    অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    গম কেনা

    আমেরিকা থেকে আরও গম কেনার জন্য চুক্তি করা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

    দুর্যোগে ক্ষতিগ্রস্ত

    জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য টেকসই আবাসনে ইউএন হ্যাবিট্যাটের উপস্থিতি বাড়ানোর আহ্বান ইউনূসের

    Charlie Kirk assassination

    Candace Owens Alleges Government Frame-Up in Charlie Kirk Assassination Case

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.