নতুন আইনের দাবি শচীন টেন্ডুলকারের

শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : চলতি অ্যাশেজের সিডনি টেস্টে আজ শুক্রবার অদ্ভুত এক ঘটনা ঘটেছে। ক্যামেরন গ্রিনের ১৩৪ কিলোমিটার গতির ডেলিভারি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অফস্টাম্প ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু স্টাম্প থেকে বেল পড়েনি! অদ্ভুতভাবে আউট হওয়া থেকে বেঁচে যান বেন স্টোকস। এরপর খেলেন দুর্দান্ত ৬৬ রানের ইনিংস।

শচীন টেন্ডুলকার

এই ঘটনার পরেই টুইট করেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। তিনি ‘হিটিং দ্য স্টাম্প’-এর ক্ষেত্রে নতুন আইনের দাবি করছেন। শচীন স্টোকসের আউটের ঘটনার ভিডিও টুইট করে শেন ওয়ার্নকে ট্যাগ করে লেখেন, “এবার কি ‘হিটিং দ্য স্টাম্প’-এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু হওয়া উচিত? বল উইকেটে হিট করে বেল না পড়লে কী হবে? তোমাদের কী মনে হয় বন্ধুরা? ফাস্ট বোলারদের সুবিচার পাওয়া উচিত?”

উল্লেখ্য, ইংল্যান্ডের ইনিংসের ৩৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বল এসে লাগে স্টোকসের অফস্টাম্পে। স্টাম্প নড়লেও বেল পড়েনি। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু সেটা এলবিডাব্লিউ নাকি বোল্ড, সেটা পরিষ্কার ছিল না। কালবিলম্ব না করে স্টোকস রিভিউ নেন।

তৃতীয় আম্পায়ার দেখেন বল স্টোকসের পা কিংবা ব্যাট কোথাও লাগেনি। বল লেগেছে স্টাম্পে। কিন্তু বেল পড়েনি। তৃতীয় আম্পায়ার তখন স্টোকসকে নট আউট ঘোষণা কারেন। সেই সময় স্টোকসের মুখের হাসি ছিল দেখার মতো।