অতীতে ধর্ষণ আইনে মৃত্যুদণ্ডের বিধান ছিল না। নতুন আইন করে ধর্ষণকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, সেই সাথে এসব অপরাধের জন্য দ্রুত বিচার আইনে বিচার করে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। গত দুই মাস যবৎ সমাজে ধর্ষণ, হত্যা অসহনীয় অবস্থায় বেড়েছে। এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন আইন করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে এ ধরনের ঘটনা ঘটলে আসামি ধরা পড়ত না। বর্তমানে যতগুলো ঘটনা ঘটেছে সব আসামিকেই ধরা হয়েছে। সাথে সাথে সেই সমস্ত আসামিদের বিচারের আওতায় আনা হয়েছে। যাতে আমরা দ্রুত এই সমস্ত ধর্ষণকারী, মাদককারীদের বিচার করে মানুষের মনে শান্তি দিতে পারি।
তিনি আরও বলেন, এ দেশে গণতন্ত্র থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। ধর্মীয় স্বাধীনতা থাকবে অর্থাৎ ধর্ম যার যার রাষ্ট্র সবার। আবার পূজা উৎসবও সবার। মুসলিমরা যেমন হিন্দুদের উৎসবে গিয়ে শুভেচ্ছা জানায় তেমনি হিন্দুরাও মুসলিমদের উৎসবে শুভেচ্ছা বিনিময় করেন। এদেশ ধর্মীয় সম্প্রীতির কেউ কারো কাজে বাধা দেবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।