পুরো পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ছুটছে। টেক জায়ান্ট হিসেবে অ্যাপেলও সেই দৌড়ে নিজেদের প্রভাবশালী অবস্থান ধরে রাখতে চায়। তারই ধারাবাহিকতায় নতুন আইফোন ১৬ সিরিজে সর্বাধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করা হয়েছে। এআই ফিচার সমৃদ্ধ এটাই প্রথম সিরিজ আইফোনের । অ্যাপল ইন্টেলিজেন্স ও চ্যাটজিপিটির কোম্পানি ওপেনএআই-এর যৌথ অংশদারিত্বে নতুন এই ফিচারটি তৈরি হয়েছে।
উল্লেখ্য, অ্যাপলই প্রথম নয়, এর আগে টেকপ্রেমীদের এআই প্রযুক্তি সংযোজন করে চমক দিয়েছে গুগলের পিক্সেল আর স্যামসং-এর গ্যালাক্সি রেঞ্জ। আইফোন ১৬তে থাকা ‘এ১৮’ চিপটি অ্যাপলের কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাজটি করবে। অর্থাৎ এই সিরিজের ফোনে আলাদা কোন এআই সফটওয়্যার প্রয়োজন হবে না। আইফোনে থাকা নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমেই এআইয়ের যাবতীয় কাজ করা যাবে।
এর সাহায্যে ছবি এডিট, মেসেজ ও মেইল লেখা যাবে। এমনকি ইমোজিও কাস্টোমাইজ করা যাবে এখানে, জানায় অ্যাপল। এছাড়াও আইফোন ১৬-এর ক্যামেরা কোন বস্তুর উপর ধরলে এর সব তথ্য ডিসপ্লেতে চলে আসবে। ব্যাপারটি সহজ করে বললে, কোন রেস্তোরাঁর সামনে ক্যামেরা ধরলে সেই রেস্তোরাঁর রিভিউ, মেন্যু ও রিজার্ভেশনের সকল তথ্য ভেসে আসবে স্ক্রিনে।
নতুন সিরিজে আপডেট হয়েছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’। সিরিকে নির্দেশনা দিয়ে বা বর্ণনা লিখে ফোনে থাকা ছবি, ইমেইল ও যেকোনো টেক্সট সহজেই খুঁজে পাওয়া যাবে। ক্যামেরা, চিপসেট, ব্যাটারি লাইফ ও ডিসপ্লেতেও এসেছে নতুন সংযোজন। নতুন সিরিজের ফোনের ডিসপ্লে আগের চেয়ে শক্ত হবে এবং জিপিইউ (গ্রাফিক প্রসেসিং ইউনিট) আগের মডেলগুলোর চেয়ে ৪০ শতাংশ দ্রুততর হবে।
ব্ল্যাক টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম ও ডেসার্ট টাইটানিয়াম- চারটি চমৎকার রঙে পাওয়া যাবে এবারের আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। নতুন সিরিজের প্রি- অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর ও স্টোরে আসবে ২০ তারিখ থেকে। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই ৪টি মডেল থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।