Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে সফলতা দেখছে দক্ষিণ কোরিয়া। গেল ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। কোরিয়া সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের দেওয়া তথ্য মতে গেল দু মাসের মধ্যে এবারই প্রথম ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
বৃহস্পতিবার যে চার জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায় তাদের সবাই বাইরের দেশ থেকে এসেছে যাদেরকে সবাইকে প্রথম বিমানবন্দর থেকে পাওয়া যায়। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৫। করোনায় মৃতের সংখ্যা ২৪৭। শুরুতে বড় আকারে ছড়িয়ে পড়ার পর কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে পরীক্ষা শুরু করে। উপসর্গ না থাকলেও অন্যকে সংক্রমিত করতে পারেন এমন মানুষের পরীক্ষা করা, রোগীদের বিচ্ছিন্ন করে রাখা এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার মতো কর্মসূচি নিয়েছিল দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



