যখন আইফোনে নতুন সিস্টেম আপডেট আসে তখনই ব্যাটারির চার্জ দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে। দীর্ঘদিন ধরে আইফোনে সমস্যাটি রয়ে গেছে। নতুন iOS16 আপডেট এ চার্জ দ্রুত হ্রাস পায় এবং ব্যাটারি ক্ষয় হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে।
আপনার আইফোনের ব্যাটারি যেন দীর্ঘদিন ধরে টিকে থাকে এবং চার্জ ধরে রাখতে পারে তার জন্য কিছু টিপস আজকে শেয়ার করা হবে।
আইফোনের অন-স্ক্রিন কিবোর্ড এর ক্ষেত্রে হ্যাপটিক ফিডব্যাক ফিচারটি তেমন দরকারি নয়। এ ফিচারের জন্য অনেক ব্যাটারি শক্তি খরচ হয়। সেটিং অপশনে গিয়ে হ্যাপটিক ফিডব্যাক এর এই অপশনটি বন্ধ করাই যুক্তিযুক্ত হবে।
নতুন আপডেটে আইফোনে অনেক লাইভ এক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। এর ফলে বিভিন্ন এপ্লিকেশনের জন্য ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকবে। এ অপশনটি অনেক ব্যাটারি শক্তি খরচ করে।
সেটিং অপশনে গিয়ে লাইভ অ্যাক্টিভিটিস অপশনটি বন্ধ করে দেওয়া উচিত। এই ফিচারের এনিমেশন বন্ধ করতে পারলে অনেক চার্জ ধরে রাখা সম্ভব হবে। লক স্ক্রিনের উইজেট অপশনটিতে তেমন গুরুত্বপূর্ণ নয়।
আইফোনের নতুন আপডেটের ফলে লক স্ক্রিনে ঘড়ির আকর্ষণীয় ডিজাইনের মডেল প্রদর্শন করা হয়। এ ধরনের উইজেট অনেক ব্যাটারি শক্তি খরচ করে। সেটিং অপশনে গিয়ে এটি বন্ধ করে দিন।
বর্তমানে অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচারটি জনপ্রিয় হলেও এটি তেমন গুরুত্বপূর্ণ অপশন নয়। আপনি যখন মোবাইল ব্যবহার করছেন না তখনও অলওয়েজ-অন-ডিসপ্লের কারণে ব্যাটারি শক্তির অপচয় ঘটানো হচ্ছে।
এ অপশন বন্ধ করে দিলে সামান্য পরিমাণ শক্তি অপচয়ের হাত থেকে রক্ষা পাবে। প্রয়োজন না হলে আপনার আইফোনের আইক্লাউড শেয়ার ফটো লাইব্রেরী ফিচারটি ব্যবহার করবেন না।
এটি এমন একটি ফিচার যা আপনি আরো পাঁচ জনের সাথে যৌথভাবে ফটো আপলোড করা, এডিট করা এবং ডিলিট করার সুবিধা ভোগ করতে পারেন। তবে এ ফিচারের মাধ্যমে অনেক ব্যাটারি শক্তির অপচয় হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।