বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যত দিন এগোচ্ছে ততই সর্বত্র পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) সংখ্যা। মূলত, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই সকলে বৈদ্যুতিক গাড়ি এবং বাইকের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক যানবাহন লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলিও। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বৈদ্যুতিক গাড়ির নয়া লুক এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা Geely এবার তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি Panda লঞ্চ করতে চলেছে। এই প্রসঙ্গে একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানিটি তার Gerometry ব্র্যান্ডের অধীনে এই গাড়িটি লঞ্চ করছে। এমতাবস্থায়, জেনে অবাক হবেন যে, এই বৈদ্যুতিক গাড়িটি আকারে Tata Nano-র চেয়েও অনেকটাই ছোট। এই গাড়িটির দৈর্ঘ্য হল ১২০.৬ ইঞ্চি অর্থাৎ ৩০৬৩.২৪ মিমি। অপরদিকে Nano-র দৈর্ঘ্য হল ৩,০৯৯ মিমি।
এই প্রসঙ্গে Gizmochina অনুসারে, Geely Panda গাড়িটি শীঘ্রই চিনে লঞ্চ করা হবে। এমতাবস্থায় লঞ্চের আগে, চিনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই মিনি ইলেকট্রিক গাড়ির ছবি শেয়ার করেছে। তবে, এই বৈদ্যুতিক গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও MIIT-র লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এই গাড়ির দৈর্ঘ্য হল ১২০.৬ ইঞ্চি। পাশাপাশি, এর প্রস্থ হল ৫৯.৯ ইঞ্চি। অপরদিকে, Nano-এর প্রস্থ ছিল ৫৪.৭ ইঞ্চি।
এছাড়াও, এই মিনি ইলেকট্রিক গাড়ির হুইলবেস হবে ৭৯.৩ ইঞ্চির এবং উচ্চতাও হবে ৭৯.৩ ইঞ্চি। তবে, এই EV-তে চিরাচরিতভাবে থাকা ফ্রন্ট গ্রিল নেই। কিন্তু এতে রয়েছে গোলাকার হেডলাইট, যা এটির লুককে আরও স্টাইলিশ করেছে। পাশাপাশি, Geely Panda বৈদ্যুতিক গাড়িটির ফোর-স্পোক হুইল রয়েছে।
এদিকে, এই গাড়ির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বর্গাকার টেললাইট, পিছনের উইন্ডস্ক্রিনে রয়েছে আলো এবং পেছনের দিকের বাম্পারে একটি ব্ল্যাক-আউট সেকশন রয়েছে। পাশাপাশি, এই গাড়িটিতে একটি 30kW-এর বৈদ্যুতিক মোটর উপলদ্ধ থাকতে পারে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে একবার চার্জ দিলেই গাড়িটি ২০০ কিমি পর্যন্ত চলতে পারবে। এছাড়াও, ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে দাম থাকতে পারে গাড়িটির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।