জুমবাংলা ডেস্ক : দেশে নতুন আরও দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দু’টি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেঁড়ে দাঁড়াবে ৫২। এছাড়া অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।
নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দু’টি হলো মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁও আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। গতকাল এ দু’টি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেন মন্ত্রিসভা।
উল্লেখ্য, দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যেই বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।