নতুন ই-মেইল অ্যাপ নিয়ে উইন্ডোজ ১১-এ হাজির হচ্ছে মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ১১-তে নতুন ই-মেইল অ্যাপ যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ক্ল্যাসিক অ্যাপ আপডেটের অংশ হিসেবে এ পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকরাডার।

পেইন্ট, ওয়ার্ড, নোটপ্যাডসহ বিভিন্ন বিল্ট ইন অ্যাপ আপডেট কার্যক্রমের অংশ হিসেবে ই-মেইল প্লাটফর্ম আউটলুকের ডিজাইন পরিবর্তনে কাজ শুরু করেছে মাইক্রোসফট। প্রজেক্ট মোনার্ক কোডনেমে এটি পরিচালিত হচ্ছে। এর প্রজেক্টে উইন্ডোজ ১১-এর ই-মেইল অ্যাপে পরিবর্তন আনা হবে। কভিড-১৯ মহামারীর কারণে যারা হাইব্রিড কর্মপরিবেশে প্রবেশ করেছেন বা করতে চাইছেন, নতুন আপডেটের মাধ্যমে তারা ক্রস প্লাটফর্মের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

২০২১ সালের জানুয়ারিতে প্রজেক্ট মোনার্কের বিষয়ে প্রথম সংবাদ প্রকাশিত হয়। সে সময় গুঞ্জন উঠেছিল মাইক্রোসফট সম্ভবত সব ই-মেইল প্রোগ্রামকে একটি ব্র্যান্ডের অধীনে নিয়ে আসতে কাজ করছে। পাশাপাশি বর্তমানে প্রচলিত ক্যালেন্ডার অ্যাপেও পরিবর্তন আনতে যাচ্ছে। সে সময় বলা হয়েছিল, নতুন ক্লায়েন্টটি উইন্ডোজ ১০, উইন্ডোজ ১১, ম্যাক অপারেটিং সিস্টেম এবং ওয়েবে চলবে।

Windows 11 বাংলাদেশে পাওয়া যাচ্ছে

মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রকাশিত উইন্ডোজের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২২ সালের মার্চ বা এপ্রিলের শেষে ব্যবহারকারীরা ওয়ান আউটলুকের প্রিভিউ দেখতে পাবেন। গ্রীষ্মে অন্যান্য ইনসাইডার চ্যানেল ও শরতে আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের আগে এটি কার্যকর করা হবে। ব্যবহারকারীরা যেন নতুন অ্যাপ নিজেদের মতো সাজাতে পারেন সেজন্য ক্ল্যাসিক ও নতুন ওয়ান আউটলুক অ্যাপ যৌথভাবে উন্মুক্ত করা হবে।