নতুন উদ্যোগ নিলেন মিথিলা
বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা এবং দিনটির মূল্যবোধ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, মাতৃভাষা সঠিকভাবে জানার পাশাপাশি ভাষার প্রতি শ্রদ্ধাশীলও হতে হবে সবাইকে।
মিথিলা বলেন, ইংরাজিটা পৃথিবীর যে কোনো স্থানে ব্যবহার করা যায়, তাই এটা এখন শেখানো হয়। আমার আসলে মনে হয়, এক ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো দ্বন্দ্ব নেই। তবে নিজের মাতৃভাষাটা সঠিকভাবে জানতে, পড়তে ও সঠিকভাবে বলতে হবে। আর শেখার পাশাপাশি ভাষার শ্রদ্ধাশীলও হতে হবে।
নিজের উদ্যোগের কথা জানিয়ে মিথিলা বলেন, বর্তমানে একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি আমি। শিশুদের জন্য বাংলায় গল্পের বই লিখছি। সেটা চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। এখন পর্যন্ত বাংলাদেশে বাংলায় আমার চারটি বই প্রকাশ হয়েছে। কারণ, বাংলায় শিশুদের জন্য এখন আগের মতো ভালো বই পাওয়া যায় না। এ ছাড়া ‘আইরা ও তার মায়ের অভিযান’ নামের একটা সিরিজ শুরু করেছি।
আরও যুক্ত করে মিথিলা বলেন, যেটা দুটো সিরিজ বের হয়েছে। আমি এটা লিখেছি, কারণ আমার মেয়ে আইরা আর আমি একসঙ্গে প্রচুর ভ্রমণ করেছি। আমার কাজের জন্যই আফ্রিকায় যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, সেই অভিজ্ঞতা নিয়েই লিখছি, এছাড়াও আমি বাংলা নিয়েই থাকি, দুই বাংলাতেই অভিনয় করছি, বাংলায় গান লিখেছি, গেয়েছি, বাংলা আমার কাছে সবথেকে আগে। শিল্পী হিসাবে এবং মানুষ হিসাবেও নিজের বাংলা ভাষার জন্য এইটুকুই করার চেষ্টা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।