স্পোর্টস ডেস্ক: ফর্মের বাহিরে থাকা বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। ৫৩ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক।
আজ সোমবার (৫ অক্টোবর) দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১০ রান করতে পারলেই প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি।
সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮৫ ম্যাচে ৮৮৯০ রান করেছেন কোহলি। আর আজ ১০ রান করলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কিং কোহলি।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের ক্লাবে পৌঁছেন শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাকালাম, ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। আজ ১০ রান করলেই পঞ্চাম ব্যক্তি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের এলিট ক্লাবে পৌঁছে যাবেন বিরাট।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪০৪ ম্যাচে তার সংগ্রহ ১৩২৯৬ রান। তালিকায় দু নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই কিরন পোলার্ড। ৫১৭ ম্যাচে ১০৩৭০ রান করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।