জুমবাংলা ডেস্ক: চিনির দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন করে প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির দাম ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা ঠিক করা হয়েছে।
বিকেলের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানান তিনি।
চিনির দাম বৃদ্ধির কারণ জানিয়ে সিনিয়র সচিব সচিব তপন কান্তি ঘোষ বলেন, আগে আমরা ডলারের বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দাম ধরতাম না। কিন্তু প্রতি ডলারের বর্তমান দাম ১০৫ টাকা ধরলে চিনির দাম বেশি হয়। তাই প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বাড়ানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।