নতুন করে লজ্জার রেকর্ডে ডুব দিল ভারত

ভারত

মাত্র কয়দিন আগেই দেশের মাটিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ভারত। এবার তারা নিজেরাই পড়ল মহা লজ্জায়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তারা অল-আউট হয়েছে মাত্র ৪৬ রানে, যা তাদের দেশের মাঠে সবচেয়ে কম রান গুটিয়ে যাওয়ার রেকর্ড। আর যে কোনো দল মিলিয়ে ভারতের মাটিতে ৯১ বছরের টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর।

 ভারত

ব্যাঙ্গালোরে নিউজিল্যান্ডের হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছন তিন পেসার টিম সাউদি, ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রোর্ক। দলীয় ৯ রানে অধিনায়ক রোহতি শর্মাকে দিয়ে পতনের শুরু। তাকে মাত্র ২ রানে বোল্ড করে দেন টিম সাউদি। এরপর বিরাট কোহলি ৯ বল খেলে কোনো রান না করেই ফিরে যান। চারে নামা সরফরাজ খানও মারেন ‘ডাক’। ১০ রানে নেই ৩ উইকেট!

তরুণ ওপেনার জশ্বস্বী জয়সোয়াল লড়াইয়ের চেষ্টা করছিলেন। কিন্তু ৬৩ বলে ১৩ রান করে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়ে যান। ভারতের মিডল অর্ডারও তছনছ করে দেন কিউই পেসাররা। লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা দুজনেই ৬টি করে বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন। এরপরই মধ্যাহ্নবিরতির কারণে ভারতের উইকেট পতন বন্ধ হয়।

রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

বিরতির পর আবারও সেই ব্যাটিং বিপর্যয়ের পুনরাবৃত্তি। সর্বোচ্চ ২০ রান করেন পান্ত। পাঁচজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দুই অংকে যেতে পেরেছেন কেবল দুই জন! ৩১.২ ওভারে মাত্র ৪৬ রানেই প্যাকেট হয়েছে রোহিত শর্মার দল। মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। উইলিয়াম ও’রোর্ক নিয়েছেন ২২ রানে ৪টি আর টিম সাউদি ৮ রানে ১ উইকেট নেন।