Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার বলেছে, অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, চীন থেকে শুরু হয়ে বিশব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস মানবসৃষ্ট নয় বা এটি জিনগত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা হয়নি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘পুরো গোয়েন্দা গোষ্ঠী চীন থেকে উদ্ভূত কোভিড-১৯ এর ব্যাপারে মার্কিন নীতিনির্ধারক এবং প্রতিক্রিয়াদানকারীদের ধারাবাহিকভাবে সমালোচনা করে আসছে।’
‘একই সঙ্গে গোয়েন্দা সম্প্রদায়, বিস্তৃত বৈজ্ঞানিক ঐকমত্যের সঙ্গে মতমিলিয়ে ঘোষণা করছে যে, কোভিড-১৯ ভাইরাস মনবসৃষ্ট নয় বা জিনগতভাবে সংশোধিত হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।