নতুন ক্যামেরা ডিজাইনসহ নানা চমক নিয়ে বাজারে আসছে Xiaomi 13 Pro

Xiaomi 13 Pro

নতুন ক্যামেরা ডিজাইনসহ নানা চমক নিয়ে বাজারে আসছে Xiaomi 13 Pro

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুব তাড়াতাড়ি প্রতিবেশী দেশ ভারতে নতুন ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে Xiaomi। সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 13 Pro। 2022 সালে চীনে Xiaomi 13 – এর সঙ্গে লঞ্চ হয়েছিল এই ফোন। খুব তাড়াতাড়ি ভারত সহও বিশ্বের বিভিন্ন দেশে প্রো সিরিজের এই ফোন লঞ্চ করবে বেজিংয়ের সংস্থাটি। যদিও এই এই বিষয়ে Xiaomi-র তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

ভারত সহ বিশ্বের একাধিক দেশে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছে Xiaomi।

যদিও সেখানে Xiaomi 13 Pro – এর কোনও স্পেসিফিকেশন দেখা যায়নি। তবে আগে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল মার্চে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 13 Pro। সেই সময় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 (MWC 2023) অনুষ্ঠান মঞ্চ থেকেই এই ফোন সারা দুনিয়ার সামনে আনতে পারে চীনা সংস্থাটি। Leica-র সঙ্গে হাত মিলিয়ে এই ফোনের ক্যামেরা ডিজাইন করেছে Xiaomi।
Xiaomi 13 Pro
Xiaomi 13 Pro: স্পেসিফিকেশন
ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে Xiaomi 13 Pro। সেখানে এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে MIUI 14 স্কিন চলছে। Xiaomi 13 Pro-তে রয়েছে 6.72 ইঞ্চি QHD+ কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 2K রেজোলিউশন থাকবে। এই ডিসপ্লেতে রয়েছে Dolby Vision ও HDR10+ সাপোর্ট। এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট থাকছে। সুরক্ষার জন্য ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass Victus – এর সাপোর্ট।

Xiaomi 13 Pro-তে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। সঙ্গে 12 GB LPDDR5X RAM ও 512 GB UFS 4.0 স্টোরেজ থাকছে। ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর থাকবে। সেখানে থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট। রয়েছে 50 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 32 MP সেলফি ক্যামেরা।

Xiaomi 13 Pro-তে রয়েছে 4,820 mAh ব্যাটারি। সঙ্গে 120 W ফাস্ট চার্জিং ও 50 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। ডুয়াল স্পিকারে রয়েছে Dolby Atmos সাপোর্ট।

স্মার্টওয়াচ ফেস তৈরিতে নতুন চমক নিয়ে আসলো মবভই