ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা হিসেবেই পরিচিত মৌসুমী। দীর্ঘ দিনের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপার হিট ছবি।অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও দেখজা যায় তাকে।এদিকে আসছে শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরমাঝেই নতুন খবর দিলেন নায়িকা। আবারও শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।
আগে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন মৌসুমী। এবার একটি চারতারকা হোটেলের শুভেচ্ছাদূত হয়েছেন। কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত এই হোটেলটির নাম ‘বে-হিলস হোটেল’। সম্প্রতি হোটেলটির সঙ্গে মৌসুমী আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
মৌসুমী জানান, বে-হিলস হোটেল’ গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। হোটেলটির জন্য বিজ্ঞাপনসহ নানা ধরনের জনবান্ধব কাজ করবেন এই তারকা।
আগামী ২৫ অক্টোবর বিএফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচনে এবার সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মৌসুমী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।