Advertisement
বিনোদন ডেস্ক : শুধু হলিউড কিংবা বলিউড তারকারাই যে আকাশচুম্বী দামের গাড়ি কিনবেন তা কেন? পরীমনি সরে এসেছেন তার পূর্ববর্তী বিএমডব্লিউ থেকে। তিনি এবার বাহন হিসেবে বেছে নিয়েছে ইটালির ঐতিহ্যবাহী গাড়ি নির্মাণকারী মাসেরাতির একটি গাড়ি।
শুক্রবার রাতে তিনি ফেসবুকের ভক্তদের উদ্দেশ্যে গাড়ির সঙ্গে নিজের সেলফি পোস্ট করেন এবং অত্যন্ত রসজ্ঞ একটি ক্যাপশনও জুড়ে দেন। তিনি লিখেন, ‘নয়া প্রেমি,
First Date
#Maserati।
মাত্র ১৪ ঘন্টায় ছবিটিতে প্রায় ৪০ হাজার মানুষ তাদের অনুভূতি রিয়াকশনের মাধ্যমে জানিয়েছে। কমেন্ট রয়েছে প্রায় চার হাজার।
মাসেরাতি লেভান্তে নামের গাড়িটি ইতালির বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি মাসেরাতির ২০১৬ সালে মুক্তি পাওয়া একটি মডেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।