বিনোদন ডেস্ক : গণহত্যা নিয়ে তৈরি হবে মিউজিয়াম। ঘোষণা করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মিউজিয়ামের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে জমি চেয়েছিলেন তিনি। সঙ্গে রাজি হয়ে যান প্রবীণ রাজনীতিবিদ।
মাত্র ১৩ দিনে ভারতে ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বিবেক পরিচালিত ছবিটি। মধ্যপ্রদেশে তা করমুক্ত করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী চৌহানকে ধন্যবাদ দেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক আরজি জানান, মধ্যপ্রদেশের মাটিতে গণহত্যা নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হোক। যাতে সারা বিশ্ব দেখতে পারে এমন ঘটনার নৃশংসতা। আর সেটা থেকে শিক্ষা নিতে পারে।
বিবেকের এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সাড়া দেন শিবরাজ সিং চৌহান। মিউজিয়াম তৈরির জন্য পরিচালককে জমি দেওয়ার আশ্বাসও দেন। নিজের ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথোপকথনের এই ভিডিও শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানান ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক।
সিনেমার মুক্তির পর তাঁর অফিসে হামলা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালকের কথায়, ”কয়েকদিন আগে হঠাৎ করে দুটো লোক আমার অফিসের ভিতর ঢুকে আসে, যখন আমি আর আমার বউ অফিসে ছিলাম না। তখন শুধু ম্যানেজার ছিলেন, একজন মধ্যবয়সী মহিলা।
তাঁদের ঠেলে অফিসের ভিতর ঢুকে আসে দুষ্কৃতীরা। মাটিতে পড়েও যান তিনি। আমার ব্যাপারে প্রশ্ন করে ওরা অফিস থেকে বেরিয়ে যায়। আমি কখনও এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি কারণ আমি চাইনি এটা খবরে আসুক।” উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে পরিচালককে। তবে তা নিতে চাননি বলেই দাবি করেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।