বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শক্তিশালী পারফরমেন্সের এ৫৪ ফোনের দাম কমিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। ১৮ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে ফোনটির নতুন দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯০ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপো অনুমোদিত সব আউটলেটে ছাড়কৃত মূল্যে ফোনটি কেনা যাবে।
অপো এ৫৪ ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা, থ্রিডি রেইনবো কালার ডিজাইন, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০০০ এমএইচ ব্যাটারি, পাঞ্চহোল ডিসপ্লে এবং ১২৮জিবি রমের সাথে আইপিএক্সফোর স্পশ অ্যান্ড ডাস্ট প্রুফ সুবিধা।
এর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এইচডি কোয়ালিটি সেলফি যা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরণের নান্দনিক ছবি তুলতে সাহায্য করবে। এটি প্রকৃতির মনোমুগ্ধকর ইফেক্ট দিয়ে কাস্টমাইজড আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে।
দুর্দান্ত ব্যাক কাভার, থ্রিডি ডিজাইন এবং মাত্র ০.২ মিলিমিটার পুরুত্বের কারণে এ৫৪ ফোনটি দেখতে ও ধরতে খুবই চকমপ্রদ। স্ট্যারি ব্লু ও ক্রিস্টাল ব্লাক এই দুই কালারের পাতলা গড়নের ফোনটি দেখতে সত্যিই চোঁখ ধাঁধানো।
ফোনটির আরেকটি সুবিধা হচ্ছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি যা অনেক সময় অনেক দামি ফোনেও থাকে না। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার খুব দ্রুত দীর্ঘস্থায়ী বিশাল ব্যাটারিকে পরিপূর্ণ করে তুলবে। আর একবার ফুল চার্জ হলে ১৯.৯ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৪১ ঘণ্টা নিরবিচ্ছিন্ন মিউজিক উপভোগ করা যাবে।
ফোনটিতে ১৬.৫৫ সেন্টিমিটারের পাঞ্চহোল বড় স্ক্রিনের সঙ্গে স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২%। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সমৃদ্ধ টেকসই ফোনটি ডাস্ট প্রুফ। এজন্য ফোনটিকে ২০ হাজার বার ইউএসবি পোর্ট প্লাগ টেস্ট, ২৮ হাজার বার ১০ সেন্টিমিটার ড্রপ টেস্ট, ১.৫ লক্ষ বার ভলিউম বাটন টেস্ট এবং পাঁচ লক্ষ বার পাওয়ার বাটন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ২.৩ গিগা হার্জের অক্টা-কোর প্রসেসরের ফোনটি নিঃসন্দেহে একটি অলরাউন্ডার ফোন।
তাই দৈনন্দিন জীবনে অলরাউন্ডার পারফম্যান্স পেতে দেরি না করে আজই নিকটস্থ অপো শপ থেকে ফোনটি এ ৫৪ ফোনটি অর্ডার করুন আর পরিবারের সবাইকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।