স্পোর্টস ডেস্ক: অনুশীলনের মাঝে ফুটবলারদের নানান মজার কাণ্ড করতে দেখা যায়। আল নাসরের অনুশীলন ক্যামেরাবন্ধী করতে ফটো সাংবাদিক এসেছিলেন। তবে নিজেই ফটোগ্রাফার বনে ক্রিস্টিয়ানো রোনালদো।
অনুশীলনের ফাঁকে ফটোগ্রাফি করলেন রোনালদো। ফটো সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা নিয়েই নিজেই ছবি তুলতে থাকলেন সতীর্থদের। পরবর্তীতে আল নাসর ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে রোনালদোর তোলা ছবি।
আল নাসরের অনুশীলনে ফটোসাংবাদিকেরা এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্যামেরাবন্দী করতে। তবে আজ রোনালদোরই শখ জাগল ফটোগ্রাফার হওয়ার। ক্যামেরাটা নিয়ে নিজেই ছবি তুলতে শুরু করলেন
সতীর্থদের ছবি তুলছেন রোনালদো।
Let’s settle this down.. here’s your best cameraman 🤩💛 pic.twitter.com/9an3DxWFlm
— AlNassr FC (@AlNassrFC_EN) April 23, 2023
গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটিতে যোগ দেয়ার পর নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। আগামী দুই বছরের জন্য এই সৌদি ক্লাবেই খেলবেন পর্তুগালের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।