নতুন দায়িত্ব কাঁধে আসলো সিদ্দিকুর রহমানের

নতুন দায়িত্ব কাঁধে আসলো সিদ্দিকুর রহমানের

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির নির্বাচনী সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এসময় সিদ্দিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।

নতুন দায়িত্ব কাঁধে আসলো সিদ্দিকুর রহমানের
ফাইল ছবি

সংগঠন সূত্রে জানা গেছে, অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের ২০২১ থেকে ২০২৩ সালের মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের সদস্যদের চারটি শূন্য ও সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন জমা পড়ে। আবেদনের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান বিজয়ী হন।

অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব, নির্বাহী সদস্য, আব্দুল মুনিম রুমান, আব্দুল মতিন ও শামসুন নাহার মুন্নি।

ছবি সংগৃহীত

নতুন দায়িত্ব গ্রহণের পর সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘদিন আমি এই সংগঠনের সঙ্গে ছিলাম। এবার সাধারণ সম্পাদকের দায়িত্ব আমার কাঁধে আসলো। আমি চেষ্টা করবো এই সংগঠনের মান আরও সামনের দিকে এগিয়ে নিতে। যেহেতু আমাদের সংগঠনের কাজ অর্গানিক প্রোডাক্ট নিয়ে। তাই আমি চেষ্টা করবো এই সংগঠনকে পুরো দেশে ছড়িয়ে দিতে।