আন্তর্জাতিক ডেস্ক : একদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ। অন্যদিকে সেই আইন মেনে জায়গায় জায়গায় চলছে ধর-পাকড়। সোমবার সমগ্র দেশবাসী যখন জামিয়া প্রতিবাদে মুখর তখনই ভিন্ন ছবি দেখা গেল ভারতের মহারাষ্ট্রে। সোমবারেই Palghar জেলা থেকে বৈধ পরিচয়পত্র না থাকায় গ্রেফতার করা হল ১২ জন বাংলাদেশিকে। এঁদের মধ্যে ৯ জন মহিলা। খবরে বলা হয়, রাজ্যের সন্ত্রাসবিরোধী সেল বা দফতরের আধিকারিকেরা চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করেন এদের। রাজ্যে যাতে হিংসা ছড়াতে না পারে এবং দেসে অনুপ্রবেশ রুখতেই নাকি এই পদক্ষেপ বলে জানিয়েছেন, আধিকারিকেরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ATC-র উচ্চপদস্থ কর্তা মানসিং পাটিল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশির কাছেই কোনও বৈধ কাগজ বা পরিচয়পত্র নেই। এরা ভারতের নাগরিক নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশে ঢুকে বেআইনিভাবে বসবাস করছিল বইসার এলাকায়। খবর পেতেই ATC-র পুলিশ কর্মীরা গ্রেফতার করে এদের। কী করে এরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন বসবাস করছে, জানতে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.