জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ঈদ-উল-আজহার আগে নতুন নোটের নকশা নিয়ে বাজারে আনছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে এই নতুন নোটের ছাপা চলছে।
Table of Contents
নতুন নোটে যা থাকছে
নতুন নোটের নকশা অনুযায়ী ২০ টাকার নোটে থাকছে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি। ৫০ টাকার নোটে যুক্ত করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবি। অন্যদিকে ১০০০ টাকার নোটে দেখা যাবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি।
বঙ্গবন্ধুর ছবি থাকছে না
এই নতুন নোটের নকশা থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পুরনো নকশা ফিরে আসছে এসব নোটে। গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে বলে।
ছাপার অগ্রগতি ও বিতরণ
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ২০ টাকার নোটের ছাপা প্রায় শেষ। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে টাঁকশাল। এরপর সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোটও হস্তান্তর করা হবে। কেন্দ্রীয় ব্যাংক এরপর সিদ্ধান্ত নেবে কবে বাজারে ছাড়া হবে।
সীমিত পরিসরে বাজারে ছাড়ার পরিকল্পনা
প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখায়, পরে বিভিন্ন ব্যাংকে এই নতুন নোট সরবরাহ করা হবে। ঈদের আগে সীমিতসংখ্যক নোট ছাড়া হতে পারে। তবে চাহিদার তুলনায় ছাপা কম হওয়ায় পুরোপুরি বাজারে আসতে সময় লাগবে।
ছাপার সক্ষমতা ও পরিকল্পনা
টাঁকশালের কর্মকর্তারা জানিয়েছেন, গত ডিসেম্বরে নতুন নোটের নকশা চূড়ান্ত হয়। এর ভিত্তিতে মে মাসে ছাপানো শুরু হয়েছে। একসঙ্গে তিনটির বেশি নোট ছাপার সক্ষমতা না থাকায় আপাতত ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক ঈদের আগে নতুন নোটের নকশা নিয়ে বাজারে আনছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে পুরনো নকশা ও ঐতিহাসিক স্থাপনার ছবি। সীমিত পরিসরে এই নোট বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। নতুন নোটের নকশা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
FAQs: নতুন নোটের নকশা
১. নতুন নোটের নকশা কবে বাজারে আসবে?
নতুন নোটের নকশা ঈদ-উল-আজহার আগে সীমিত পরিসরে বাজারে ছাড়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক ছাপা শেষে সময় নির্ধারণ করবে।
২. নতুন নোটের নকশা কোন কোন মূল্যমানের জন্য প্রযোজ্য?
প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটের নকশা ছাপা হচ্ছে। এর বাইরে অন্য কোনো মূল্যমানের বিষয়ে তথ্য নেই।
৩. নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি কেন নেই?
বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিতর্কের কারণে নতুন নোটের নকশা থেকে তা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ফিরে এসেছে পুরনো নকশা ও ঐতিহাসিক চিত্র।
৪. নতুন নোটে কী ধরনের ছবি যুক্ত হয়েছে?
২০ টাকায় কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দির, ৫০ টাকায় দুর্ভিক্ষ চিত্র ও আতিয়া মসজিদ, ১০০০ টাকায় বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধ রয়েছে।
৫. সব ব্যাংকে কি নতুন নোট পাওয়া যাবে?
প্রথমে বাংলাদেশ ব্যাংকের অফিসে, পরে বিভিন্ন ব্যাংকে সরবরাহ করা হবে। তবে সংখ্যায় সীমিত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।