বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটার কেনার পর তার নাম বদল করে এক্স রাখা থেকে শুরু করে মাইক্রব্লগিং এ প্ল্যাটফর্মে নতুন অনেক কিছুই যুক্ত করেছেন ইলন মাস্ক। এবারও আরও একটি নতুন প্যাকেজ নিয়ে এসেছে মাস্কের এক্স।
বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে প্রিমায়াম প্লাস নামে নতুন সুবিধা সংযুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। এ সুবিধা নিয়ে মাসিক ১৬ ডলার ব্যয় করে বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
শুক্রবার (২৭ অক্টোবর) এ সুবিধা চালু হলেও প্রাথমিকভাবে এ সুবিধা পাওয়া যাবে ওয়েব ব্রাউজে। পরবর্তীতে অ্যাপভিত্তিক এ সুবিধা চালু করার পরিকল্পনা আছে এক্সের।
এর আগে ২০ অক্টোবর ইলন মাস্ক এক এক্স (টুইট) বার্তায় বলেন, শিগগিরই এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য দুইটি নতুন গ্রাহক সেবা চালু করা হবে। একটিতে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সব ফিচারসহ এক্স প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়া হবে। তবে এটি বিজ্ঞাপনবিহীন হবে না। অন্যটি হতে যাচ্ছে বিজ্ঞাপনবিহীন, কিন্তু সেটির দাম বেশি।
গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেয়ার পর সামাজিক মাধ্যমটিকে ঢেলে সাজিয়েছেন ইলন মাস্ক। এমনকি এর নামও পরিবর্তন করে রেখেছেন এক্স। তবে তার দায়িত্ব নেয়ার পর থেকে এক্সের রাজস্ব ক্রমাগতভাবে কমছে।
কিন্তু কোম্পানিটির রাজস্ব বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ইলন মাস্ক। এর মধ্যে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন সেবায় আনার মাধ্যমে অর্থ চার্জ করার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করার বিষয়টিও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।