
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরান বৃহস্পতিবার “নতুন প্রজন্মের” ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, গত মাসে মহড়ার সময় ভুলবশত: নিজেদের যুদ্ধজাহাজে গোলার আঘাতে ১৯ জন নাবিকের মৃত্যুর পরে এটি এ ধরণের প্রথম সামরিক মহড়া।
সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটে ওমান উপসাগরের এই ছবি প্রকাশ করা হয়েছে। এতে যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রের হামলায় একটি জাহাজে বিষ্ফোরণ ঘটতে দেখা যায়।
বিবৃতিতে বলা হয়, স্বল্প ও দূর পাল্লা উভয় ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এ সব ক্ষেপণাস্ত্র ২৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ক্ষেপণাস্ত্রের নকসা ও উৎপাদনের দায়িত্ব পালন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।