নতুন প্রধান তথ্য অফিসার হলেন নিজামূল কবীর

জুমবাংলা ডেস্ক : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীরকে প্রধান তথ্য অফিসারের (পিআইও) চলতি দায়িত্ব হিসেবে তথ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এছাড়াও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মূলপদ: সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার, প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বদলি করে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।