বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চিলির বিজ্ঞানীরা সামুদ্রিক শেওলা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের অভিনব এক কৌশল উদ্ভাবন করেছেন। সান্তিয়াগোর ইউনিভার্সিটি অব সান্তিয়াগোর গবেষকরা শেওলাকে বায়োফটোভোলটাইক পদ্ধতিতে ব্যবহার করে আলোর মাধ্যমে বৈদ্যুতিক শক্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।
এই পদ্ধতিতে শেওলাকে ইলেকট্রোডে ছড়িয়ে দিয়ে সৌরশক্তির মতো শক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে। শেওলাকে শক্তির উৎসে রূপান্তরিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিজ্ঞানী ফেদেরিকো টাসকা জানিয়েছেন, সামুদ্রিক শেওলা আলো ব্যবহার করে পানিকে অক্সিডাইজ করে, যার ফলে ইলেকট্রন মুক্ত হয় এবং বিদ্যুৎ তৈরি হয়। এই প্রক্রিয়ায় অক্সিজেনও উৎপন্ন হয়। আগে মাইক্রোঅ্যালগি বা ক্ষুদ্র এককোষী জীব ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও, এখন বহুকোষী সামুদ্রিক শেওলা ব্যবহার করা হচ্ছে, যা আরও কার্যকর ও শক্তিশালী।
সামুদ্রিক জীববিজ্ঞানী আলেজান্দ্রা মোয়েন বলেন, শেওলা নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘শেওলা সমুদ্রে পুঁতে রাখা এক অমূল্য সম্পদ, যা আমাদের জন্য অজানা সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এটি শুধু শক্তি নয়, বিভিন্ন ধরনের ওষুধ তৈরির সম্ভাবনাও নিয়ে আসছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।