বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান তার নতুন প্রেমের খবর কিছু দিন আগেই সবার সামনে প্রকাশ করেছেন। দীর্ঘ এক বছরের বেশি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
নিজের জন্মদিনে সে প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এখানেই থেমে থাকছেন না তিনি। এবার জীবনে আরও এক ধাপ পা বাড়াতে যাচ্ছন এ বলি তারকা।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমির ও গৌরী একত্রবাস করছেন প্রায় এক বছর। ৬১ বছরে পা রেখে কি আমির ফের বিয়ে করবেন? সেই প্রশ্নও উঠেছে একাধিক বার।
যদিও আমির জানিয়েছিলেন, তিনি বিয়ে নিয়ে এখনও দোটানার মধ্যে আছেন। কিন্তু এবার জীবনে আরও এক ধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন আমির।
মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে ছিলেন আমির। এবার সেই বাড়ি ছেড়ে দিচ্ছেন তিনি। তবে পাকাপাকি ভাবে নয়। কিছু দিনের জন্য এই বাড়ি ছাড়তে হচ্ছে তাকে। পালি হিলের বহু তলে ১২টি ফ্ল্যাট রয়েছে আমিরের। সেই বহুতলকেই নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে।
এক নির্মাণ সংস্থা সেই দায়িত্ব নিয়েছে। জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই বহুতল নতুন সাজে সেজে উঠবে। জানা যাচ্ছে, নিজের পুরনো ফ্ল্যাটগুলির সঙ্গে আরও একটি নতুন ফ্ল্যাট পাবেন আমির।
প্রশ্ন উঠছে এই সময়ে আমির থাকবেন কোথায়?
যদিও পালি হিলেই আরও একটি বাড়ি রয়েছে আমিরের। এই বাড়ি আয়তনে ১০২৭ বর্গফুট। এই বাড়ির দাম ৯ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে এই বাড়ি কিনেছিলেন অভিনেতা। বাড়ি কেনার সময়ে ৫৮.৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও করেন তিনি। রেজিস্ট্রেশনে খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। তবে পুরনো বাড়ির কাজ মিটলে আবার সেখানেই ফিরে যাবেন আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।