নতুন প্রেমিক নিয়ে ভিনদেশে উড়াল দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও তৃতীয় স্বামীর সঙ্গে আইনগতভাবে এখনও ডিভোর্স না হলেও তিনি নতুন করেছে প্রেমে মজেছেন। তার সেই নতুন প্রেমিক অভিরূপ নাগের সঙ্গে এবার দেশান্তরি হলেন। উড়াল দিলেন দুবাইয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুবাই সফরের ছবি গুলো বেশ ঘুরপাক খাচ্ছে। তবে সেখানে তারা নিছকই বেড়াতে গেছেন, নাকি কাজও রয়েছে তা এখনও জানা যায়নি। তবে শ্রাবন্তীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন- এটা নিশ্চিত হওয়া গেছে।

গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

চার নম্বর বিয়ে করবেন শ্রাবন্তী!

অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।