নতুন ফিচার চালু করলো টিকটক, লাইভ দেখতে লাগবে টাকা

নতুন ফিচার চালু করলো টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের সুস্থতায় নতুন দুটি টুল উন্মোচনের ঘোষণা দিয়েছে। নতুন ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে তাদের ব্যয় করা সময় সেটিংস থেকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। এর সঙ্গে নিতে পারবেন নিয়মিত স্ক্রিন টাইম বিরতি। অর্থাৎ এখন আপনার টিকটক ব্যবহারের অভিজ্ঞতা পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই।

নতুন ফিচার চালু করলো টিকটক

প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় ভিডিও নির্মাতারা লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন টিকটক থেকে নির্বাচিত ১৮ বছরের বেশি বয়স্ক নির্মাতারা।
তবে দ্রুতই অন্য ভিডিও নির্মাতারা এই সুবিধা পাবেন।

সোমবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের নতুন স্ক্রিন টাইম ড্যাশবোর্ড থেকে ব্যবহারকারী জানতে পারবেন- তিনি অ্যাপটিতে কতটা সময় ব্যয় করছেন, সেই সঙ্গে সারা দিনের ব্যবহারের একটি সারসংক্ষেপও পাবেন। ব্যবহারকারীরা দিনে কতবার অ্যাপ ওপেন করেছেন, দিনে ও রাতে তারা অ্যাপটি কতক্ষণ ব্যবহার করেছেন তার সব তথ্য মিলবে সহজেই। এর পাশাপাশি ব্যবহারকারীরা সাপ্তাহিক ব্যবহারের হিসাবের একটি নোটিফিকেশন পাবেন। নতুন ফিচারটি ব্যবহারকারীদের একটা নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন থেকে বিরতি নেয়ার জন্য মনে করিয়ে দেবে, যেটি তারা সেট করে নিতে পারবেন তাদের পছন্দ ও সুবিধামতো।

পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের সুস্থতার জন্য টিকটক প্রম্পট চালু করছে। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা দিনে ১০০ মিনিটের বেশি অ্যাপটিতে সময় ব্যয় করলে, পরের বার অ্যাপ ওপেন করার সময় তাদের স্ক্রিন টাইম লিমিট টুল প্রদর্শন করবে।

নতুন এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা টিকটকের মূল লক্ষ্য। এই টুল ব্যবহারকারীদের অ্যাপে ব্যয় করা নিরবচ্ছিন্ন সময়কে সীমাবদ্ধ করতে সাহায্য করবে। ডিজিটাল ওয়েলবিংয়ের অধীনে গোপনীয়তা এবং সেটিংসে নতুন এই ফিচার পাওয়া যাবে।

ছাদের উপর টিপ টিপ বর্ষা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর