বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বের বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজারটি হলো গুগল ক্রোম। টেক জায়ান্ট গুগলের এ ব্রাউজারটি ব্যবহারকারীর কাছে আরও সহজ করতে প্রতিদিন নতুন নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি ‘কুইক ডিলিট’ নামে ক্রোম ব্যবহারকারীদের সুবিধায় নতুন একটি ফিচার নিয়ে আসা হয়েছে।
গুগলের তথ্য মতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কুইক ডিলিট’ সুবিধা কাজে লাগিয়ে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলা যাবে। এতে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসও দ্রুত মুছে ফেলার সুবিধা পাওয়া যাবে। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের অ্যান্ড্রয়েড সংস্করণে এ সুবিধার কার্যকারিতা দেখছে গুগল।
বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ ফলাফল মুছে ফেলা যায়। ‘কুইক ডিলিট’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলতে পারবেন।
এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না ব্যবহারকারীদের। বর্তমানে চালু থাকা পদ্ধতি কাজে লাগিয়েই সংক্ষিপ্ত সময়ের সার্চ ইতিহাস মুছে ফেলা যাবে।
গুগল ক্রমে গতি আনবেন যেভাবে
প্রথমেই নিজেদের ডিভাইসে গুগল ক্রোম খুলতে হবে। ওপরে ডানদিকে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোর টুলস অপশনে ক্লিক করে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশন বেছে নিতে হবে। ব্রাউজিং হিস্ট্রি, ডাউনলোড হিস্ট্রি, কুকিজ এবং অন্য সাইটের ডেটা এবং ক্যাশে সিলেক্ট করতে হবে। এরপর ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করতে হবে।
একবার চার্জ দিলেই নিশ্চিন্তে চলবে সারাদিন! ব্যাপক সস্তায় বাজারে Nokia C12 Pro
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.