বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আকর্ষণীয় কনটেন্ট তৈরির পাশাপাশি নতুন ও উদ্দীপ্ত কমিউনিটি খুঁজে পাওয়ার লক্ষ্যে টিকটক তাদের ক্রিয়েটর টুলগুলোকে আরো সম্প্রসারণ করছে। এর অংশ হিসেবে এবার টিকটক নাউ চালু করেছে প্লাটফর্মটি।
টিকটকে নতুন অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীরা প্রতিদিনের ছবি ও ভিডিও তাদের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারছে। টিকটক নাউ কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার অনন্য উপায় হিসেবে কাজ করবে।
সম্পর্ককে আরো গভীর করতে এবং আরো বেশি মজা ও বিনোদন দিতে সহজ ফরম্যাটে ভিডিও করার লক্ষ্যেই এটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সেলফোনের দুটি ক্যামেরা একই সঙ্গে ব্যবহার করে ধারণ করতে পারবেন। একটি ১০ সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ধারণ করার জন্য প্রতিদিন অ্যাপ থেকে নোটিফিকেশন দেয়া হবে, যার মাধ্যমে তারা দ্রুত ও সহজে সবকিছু শেয়ার করতে পারবে।
বেশ কিছুদিন ধরেই টিকটক নাউ নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রয়েছে। টিকটকের বর্তমান অ্যাপে অথবা টিকটক নাউ নামের নতুন অ্যাপ হিসেবে এটি ব্যবহারকারীদের জন্য আনা হবে। কিছু দেশে টিকটক অ্যাপেই টিকটক নাউ পাওয়া যাবে। টিকটক তার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতেই থাকবে, সেই সঙ্গে নতুন নতুন উপায়ে ভিডিও তৈরি করতে দেবে।
কমিউনিটির নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি মাথায় রেখেই টিকটক নাউ ডিজাইন করা হয়েছে। এখানে কারা কনটেন্ট দেখতে পারবে বা যুক্ত হতে পারবে সে বিষয়টি নির্মাতারা নির্ধারণ করতে পারবে। প্রয়োজন অনুযায়ী তারা অনুসরণকারীদের ব্লক করতে পারবে। কোনো কমেন্ট পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবে। যদি মনে হয়, কনটেন্টে কারো কমেন্ট বা আচরণের জন্য কমিউনিটি নীতিমালা লঙ্ঘন হচ্ছে তাহলে নির্মাতারা সেটি রিপোর্ট করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।