
জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে ইংরেজি বছরের প্রথম দিনে আজ বুধবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই বই বিতরণ উৎসব হয়েছে। আর বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা।
জানা যায়, সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় রঙিন মোড়কে সাজানো বই। নতুন বই হাতে পেতে দেশের বিভিন্ন জেলার স্কুলগুলোতে সকাল থেকেই হাজির হতে থাকে শিক্ষার্থীরা। পরে স্কুল কর্তৃপক্ষ শিশুদের হাতে এই নতুন বই তুলে দেয়।
বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই হাতে তুলে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষার্থীদের অভিভাবকরা।
সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। জেলা শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে এবং জিলা স্কুল সরকারি কে ডি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণের মধ্যে দিয়ে জেলার বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
বুধবার সকাল সাড়ে সাড়ে ১০টায় চক এনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা শিক্ষা অফিসার নায়ার সুলতানা, চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ বখতিয়ার ইনাম ববিনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বরগুনা: বরগুনা জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে একযোগে ২২ লাখ ৩৬ হাজার ১৫শত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় এবং বরগুনা জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।
ভোলা: ভোলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে বই উৎসব। জেলার তিন লাখ ৩২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৮০ হাজার ৭৭৫টি ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ৮৬ হাজার ২২০ পিস বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, চর জংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, ‘শিক্ষা হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকার প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়।’
বৃহস্পতিবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ‘বই উৎসব’ ২০১৫ উদযাপন উপলক্ষে নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পঞ্চগড়: দেশের উত্তরপ্রান্তের জেলা পঞ্চগড়ে সকাল থেকে শুরু হয়েছে বই উৎসব। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার সকালে জেলার বোদা উপজেলা সদরের বোদা মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই বিতরণ করেন পঞ্চগড়-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
অন্যদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শেরপুর: সারাদেশের ন্যায় শেরপুরে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণী উৎসব উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
জেলায় এবার প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৬৭ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীর জন্য ১২ লাখ ৪০ হাজার ৮৮৬ টি বই বিতরণ করা হবে।
গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। ওই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
অপরদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ৬ উপজেলায় বৃহস্পতিবার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে একযোগে ২৬ লাখ পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শহরের পুরাতন কাচারী এলাকায় মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১২টার দিকে পাঠ্যবই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালের প্রথমদিনেই সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৩২ হাজার ৩৪১টি এবং প্রাথমিক স্তরে ১২ লাখ ৬৮ হাজার ৪০০টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
খাগড়াছড়ি: এ পার্বত্য জেলায় পাঠ্যবই বিতরণ উৎসব খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
কুড়িগ্রাম: সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ।
অন্যদিকে, কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক মহিলা এমপি ও বিদ্যালয়ের সভাপতি আহমেদ নাজনিন সুলতানা।
কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, এ বছর কুড়িগ্রামে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর মাঝে ৬০ লাখ বই বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার ৮১০টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসার প্রায় ৪ লাখ শিক্ষার্থীর মাঝে ২৩ লাখ ৯৩ হাজার বই বিতরণ করা হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে শহরের এস, কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
অন্যদিকে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসব পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার।
নীলফামারী: বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরে হরিবল্বব সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
অপর দিকে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগর দারোয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখা মাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সদরে সব বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ ও শিশুবরণ উৎসব পালন করা হয়।
এবারে জেলায় ১ হাজার ৬ শত ৯৪টি বিদ্যালয়ে সর্বমোট ১৯ লাখ ১০ হাজার ৮৯৩ টি এবং মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৮৮ হাজার ৬৯০ সেট বই বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও: উৎসবমুখর পরিবেশে জেলার সাড়ে চার লাখ শিক্ষার্থী ইংরাজি নববর্ষের দিন পাঠ্যবই উৎসবে অংশ নেয়। ১ম থেকে ৯ম শ্রেণির এই শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩১ লক্ষ পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ করেন।
খুলনা: খুলনা বিভাগের ১৬ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী পেল ৪ কোটি ৬ লাখ ৯০ হাজার ২১৯ পাঠ্যপুস্তক। বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এ সব পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের আয়োজনে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়। এমপি মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।