জুমবাংলা ডেস্ক: মহামারি করোনায় এবছর বই উৎসব হচ্ছে না। ফেনীর স্কুলগুলোতে নেই উৎসবের আয়োজন। তবে নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়া, বইগুলো পরম যতেœ ছোট্ট দু’হাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া নতুন বই হাতে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বলে, নতুন বই বারবার দেখতে ইচ্ছে করে।
উল্লেখ্য, বছরের প্রথম দিন ফেনীতেও সরকার বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলায় প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার। প্রত্যেকেই আজ বই পাচ্ছে। মহামারি করোনার মধ্যেও সব সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে সরকারের উপহার হিসেবে বিনামূল্যের পাঠ্যবই পাচ্ছে শিক্ষার্থীরা।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, করোনার কারণে পাঠ্যপুস্তক উৎসব বাতিল হওয়ায় স্কুলমাঠে থাকছে না শিক্ষার্থীদের চিরাচরিত ভিড়। থাকছেন না স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যরা। শিক্ষকরাই বিতরণ করছেন বই।
ফেনী জেলা প্রশাসন সুত্র জানায়, সারাদেশের ন্যায় ফেনীতেও বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ লক্ষাধিক শিক্ষার্থী। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।