জুমবাংলা ডেস্ক : হাওর পাড়ের শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে ভাসছে। পহেলা জানুয়ারি সারাদেশের ন্যায় হাওরের জেলা সুনামগঞ্জেও বিতরণ শুরু হয়েছে নতুন বই।
বুধবার সকালে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়সহ সারাজেলার বিদ্যালয়গুলোতে একযোগে নতুন বই বিতরণ শুরু হয়।
শহরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।
এদিকে সকালে করচার হাওর পাড়ের অবস্থিত বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমানসহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
জেলায় এবছর প্রাথমিক বিদ্যালয়ের ১৯ লাখ ৫৫ হাজার ৮শ ৬২ শিক্ষার্থী ও প্রাকপ্রাথমিকের ৬৮হাজার ১৮জন শিক্ষার্থীকে একটি করে খাতা ও একটি অনুশীলন বই বিতরণ করা হবে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩ লাখ ৫০হাজার ৯শ ৪৭টি বই বিতরণ হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।