জুমবাংলা ডেস্ক : নতুন বউ, নাততির সাথে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন দুই নানি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের শুকতারা পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় নিহত হন তারা।
শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান (৬৫)। তারা দুজনই কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেন ভুট্টু’র মেয়ে সিনথিয়ার (২১) সাথে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিনের (২৭) সাথে বিবাহ হয়। সেই সুবাদে নতুন বউয়ের সাথে বেড়াতে আসেন আমেলা খাতুন ও নুর জাহান। তারা শনিবার সকালে পাশের সাদিপুরে আত্মীয়ের বাড়িতে ঘুরাঘুরি করে ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত বাসের চাপায় নিহত হন। নাত জামাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না দুই নানির।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।