নতুন বছরের আলোচিত ‘মিকি ১৭’ ও ‘গডজিলা এক্স কং’ সিনেমা কবে মুক্তি পাবে?

গডজিলা

নতুন বছরে হলিউডের পর্দায় সবথেকে বেশি আলোচিত হচ্ছে ’মিকি ১৭’ ও ’গডজিলা এক্স কং’ এ দুইটি সিনেমা। এই ইউনিক দুইটি সিনেমা মুক্তি দেওয়ার তারিখ ছিল ২৯ মার্চ ও ১২ এপ্রিল। তবে জানা গেল যে, এই দুইটি সিনেমার মুক্তির তারিখ বদলে যাচ্ছে। গডজিলা সিনেমাটির মুক্তির তারিখ দুই সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হয়েছে।গডজিলাবহুল প্রতীক্ষিত গডজিলা সিনেমাটি মুক্তি পাবে ২৯ মার্চ। তবে ’মিকি ১৭’ সিনেমাটি কবে মুক্তি পেতে যাচ্ছে এটি নিয়ে এখনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। তবে সিনেমাটি এ বছর রিলিজ পাবে কিনা সেটি নিয়ে সন্দেহ শুরু হয়েছে।

দর্শকরা আশা করছেন যে, সিনেম মাটির সিডিউল এক বছর পিছিয়ে যাবে না। সম্ভবত মুক্তির জন্য এখনো প্রস্তুত হতে পারেনি মিকি সেভেনটিন সিনেমা। এটির সব ধরনের কাজ শেষ হতে আরো সময় লেগে যাবে। গত বছর লেখক এবং শিল্পীদের বড় ধরনের ধর্মঘটের কারণে অনেক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।

অন্যদিকে গডজিলা সিনেমার সকল ধরনের কাজ শেষ হয়ে যাওয়ায় এটি মুক্তি দেওয়ার তারিখ দুই সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হয়েছে। যেদিন মিকি ১৭ সিনেমাটি রিলিজ দেওয়ার কথা ছিল ঐদিন গডজিলা সিনেমাটি মুক্তি পাবে।

মিকি সেভেনটিন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। কেননা দক্ষিণ কোরিয়ার এক বিখ্যাত নির্মাতা সিনেমাটির দায়িত্ব নিয়েছেন। তার তৈরি প্যারাসাইড সিনেমা এর আগে অস্কার জিততে সক্ষম হয়েছিল।

প্যারাসাইড সিনেমা তৈরির পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এমন এক চরিত্র নিয়ে এ সিনেমার গল্প নির্মাণ করা হয়েছে যাকে দূরবর্তী গ্রহে উপনিবেশ তৈরি করতে হবে। প্রত্যেকটি দলে কয়েকজন সদস্য যোগ করে দেওয়া হবে।

দূরবর্তী গ্রহে উপনিবেশ তৈরীর কাজে অনেক জীবনের ঝুঁকি থাকবে। যদি কেউ মারা যায় তাহলে স্মৃতি পুনরায় স্থাপনের সুযোগ রয়েছে। বৈজ্ঞানি কল্পকাহিনীর নানা দিক তুলে ধরার হবে সিনেমায়। রবার্ট প্যাটিনশনের মতো বিখ্যাত চরিত্রকে দেখা যাবে এ সিনেমায়।

আগের গডজিলা সিনেমাটির সিকুয়েল হতে যাচ্ছে নতুন গডজিলা এক্স কং সিনেমাটি। এর আগের সিনেমায় দেখা গিয়েছিল দুই মনস্টারের পরস্পর বিরোধী যুদ্ধে অবতীর্ণ হওয়ার বিষয়টি। এখানে নতুন প্রাণীর আবির্ভাব ঘটানো হতে পারে। দুই সিনেমার মধ্যে কোনটি সবথেকে বেশি জনপ্রিয় হবে সেটি এখন দেখার অপেক্ষায়।