নতুন বছরের শুরতেই ঝামেলায় ভিকি! থানায় লিখিত অভিযোগ

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভিকি কৌশলের কপালে নয়া চিন্তার ভাঁজ। মাত্র কয়েক দিন আগেই ধুমধাম করে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। নতুন বছরে স্ত্রীকে নিয়ে আনন্দে দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সে পরিকল্পনা হয়তো মসৃণ হচ্ছে না। বছরের শুরুতেই বিপাকে পড়েছেন এ অভিনেতা।

ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জয় সিং যাদব নামের এক যুবক। জয় অভিযোগ করেন, ভিকি কৌশল যে বাইকে শুটিং করছেন, সে বাইকের নম্বর প্লেটটি আসলে তার। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

জানা গেছে, কয়েক দিন আগে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তার সহশিল্পী ছিলেন সারা আলি খান। শুটিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রীতিমতো তা ভাইরাল। ছবিতে দেখা গেছে, বাইকের পেছনে সারাকে বসিয়ে ঘুরছেন ভিকি।

ছবিটি নজরে আসে জয় সিং যাদবের। তার নজর আটকে যায় বাইকের নম্বর প্লেটে। শুটিংয়ের জন্য যে নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি আসরে জয়ের বাইকের নম্বর। ভারতীয় সংবাদ সংস্থাকে জয় বলেন, অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

বিষয়টি নিয়ে সংবাদ সংস্থার কাছে মুখ খুলেছেন ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনি। অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, সত্যিই অবৈধভাবে নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব। অন্যদিকে অভিযোগটি উড়িয়ে দিয়েছেন অভিনেতা ভিকি। তার ভাষায়, সেটে যা ব্যবহার হবে তার দায় আমার না।

ভিকির সঙ্গে এ সিনেমার মাধ্যমে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। রোমান্টিক ধাঁচের এ সিনেমাটি ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। নাম ঠিক না হওয়া এ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে।

অন্যদিকে ২০২১-ই বদলে দিয়ে গিয়েছে জীবনের রঙ, ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কইফ, বছরের শেষে গালা সেলিব্রেশনে মেতেছিলেন এই দুই স্টার, বিয়ে পর্ব ঘিরে ভক্তদের মধ্যেও উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে বিয়ের পর জুটির প্রথম বর্ষবরণই কাটল আলাদা। বছরের শেষদিনই দেখা গেল বিবান বন্দরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে। কিছু কাজের জন্যই ভিকিকে ছাড়তে হল মুম্বাই। বিমান বন্দরে তাঁকে ছাড়তে গেলেন ক্যাট, একসঙ্গেই ছিলেন গাড়িতে, তবে গাড়ি থেকে নামলেন না ক্যাটরিনা। পাপরাজিৎ-দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ঝড়ের বেগে ভাইরাল হল জুটি।

বর্তমানে ভিকিকে ছাড়া থাকবেন ক্যাটরিনা, তিনি ব্যস্ত এখন একাধিক ছবির শ্যুট নিয়ে। পাইপ লাইনে রয়েছে একের পর এক ছবির খবর। ঝড়ের বেগে তা ভাইরাল নেট দুনিয়ায়। ২০২২ সালেই বক্স অফিসে ফিরছেন ক্যাট। তবে ক্যাট-ভিকি জটিকে কবে একসঙ্গে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর মিলছে না এখনও।

ক্যাটরিনার থেকে যতো বছরের ছোট অভিনেতা ভিকি কৌশল