২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা এক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওরিগন উপকূল থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এক্সিয়াল সিমাউন্ট নামের আগ্নেয়গিরিটি প্রায় আধা মাইল পানির নিচে রয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরির আশপাশের এলাকায় ভূমিকম্পের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। বর্তমানে আগ্নেয়গিরিটির চারপাশে প্রতিদিন পাঁচ শরও বেশিবার ছোট আকারের ভূমিকম্প হচ্ছে। শুধু তা–ই নয়, আগ্নেয়গিরির চারপাশের সমুদ্রের তলদেশও ফুলে গেছে। ফলে ২০২৫ সালের শেষ নাগাদ অগ্ন্যুৎপাত ঘটতে পারে।
আগ্নেয়গিরির চারপাশের সমুদ্রের তলদেশ ফুলে যাওয়ার বিষয়টি নিয়মিত কোনো ঘটনা নয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আগ্নেয়গিরিটির চারপাশে থাকা সমুদ্রের তলদেশ প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত ফুলে গেছে। ফলে আগ্নেয়গিরিটির ম্যাগমা ভূগর্ভে জমা হচ্ছে এবং চাপ তৈরি করছে, যা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২২ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপপুঞ্জে হুঙ্গা নামের ডুবো আগ্নেয়গিরিতে শক্তিশালী অগ্ন্যুৎপাত হয়েছিল। অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হওয়া সুনামির প্রভাবে প্রায় ৯০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল। সেই সুনামির বিশাল ঢেউ ক্যালিফোর্নিয়া, হাওয়াই, কানাডা, চিলি, ফিজি, জাপান, নিউজিল্যান্ড, মেক্সিকো ও পেরু থেকেও টের পাওয়া গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।