স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবছরই বিসিবির জন্য বরাদ্দ হয় নজরকাড়া বাজেট। তবে ২০১৮-১৯ সালের বাজেট থেকে উল্টো লাভ হয়েছে। বেঁচে গেছে প্রায় ৫৫ কোটি টাকা। জানিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।
গতকাল শনিবার সন্ধ্যায় বোর্ড মিটিং শেষে এই তথ্য জানান পাপন। তিনি বলেন, ‘এ বছর আমাদের যে বাজেট ছিল তার চেয়ে রেভিনিউ আমরা বেশি পেয়েছি। আমাদের যে খরচের বাজেট ছিল তার চেয়ে আমরা কম খরচ করেছি। আমরা ২৫-৩০ কোটি টাকা সারপ্লাস করেছি। ৫৫ কোটি টাকা আমাদের বেঁচে গেছে। আমরা খরচ করি নাই, মানে সেভিংস হয়েছে।’
২০১৯-২০ সালের জন্যও বেশ বড় অঙ্কের বাজেট ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। বার্ষিক বাজেট ধরা হয়েছে ২৪৩ কোটি টাকা। তার মধ্যে খরচ ধরা হয়েছে ১৮৮ কোটি টাকা।
বাজেট ঘোষণা করতে গিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বার্ষিক একটা বাজেট ছিল। ওইটা দেওয়া হয়েছে এবং আমরা সেটা অ্যাপ্রুভ করেছি। ২০১৯-২০ সালের জন্য রেভিনিউ বাজেট রাখা হয়েছে ২৪৩ কোটি টাকা এবং এক্সপেন্ডিচার বাজেট করা হয়েছে ১৮৮ কোটি টাকা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।