বিনোদন ডেস্ক : ১৫ বছরের ছোট প্রেমিক রোমান শলের সঙ্গে একদিন আগেই তিন বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন বলিউড সুন্দরী সুস্মিতা সেন। নিজের ১১তম প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের মাত্র একদিন পরই ভক্তদের শান্তির বার্তা দিলেন এই নায়িকা।

শুক্রবার নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেনে, শান্তিই সুন্দর! সঙ্গে ভক্তদের ভালোবাসা জানাতে ভোলেননি তিনি।
এর আগে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে রোমানের সঙ্গে একটি যুগল ছবি দিয়েই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। রোমান শলের সঙ্গে ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, আমরা বন্ধুত্ব দিয়েই শুরু করেছিলাম। বন্ধুই রয়েছি। সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেল। তবে ভালবাসা রয়ে গেছে!!
রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামের সৌজন্যে। রোমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো শেষ করে হঠাৎ করেই মডেলিং শুরু করেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। মুম্বাইতে থাকতে থাকতে ইনস্টাগ্রাম মেসেজের সৌজন্যে সুস্মিতার সঙ্গে তার পরিচয়। সুস্মিতাকে এই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন তার চেয়ে বয়সে ১৫ বছরের ছোট রোমান।
তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব, তারপর প্রেম! ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয় এই অসম প্রেমের। এক সময় রোমান সুস্মিতার সঙ্গে এসেই থাকতে শুরু করেন।
সম্প্রতি গুজব উঠেছে, রোমান আর সুস্মিতার বাড়িতে থাকছেন না। এছাড়া দুইজনের মধ্যে সম্পর্ক এমন পর্যায় এসে পৌঁছেছিল যে, সপ্তাহ খানেক আগে সোশ্যাল মিডিয়াতেও একে-অপরকে আনফলো করে দিয়েছেন। সেই থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশ্য সেই গুঞ্জনকেই সত্যি করে বৃহস্পতিবার বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


