আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের তরুণ বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট নিয়ে আগের সব কীর্তিকে ছাড়িয়ে গেছেন ২২ বছর বয়সী এই বোলার।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একজন বোলারের সাত উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ৮ রান দিয়ে নেন ৭ উইকেট। চলতি বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ ১৯ রান দিয়ে শিকার করেন ৭ ব্যাটার। এবার সেই দুজনকেই ছাড়িয়ে গেলেন সোনাম ইয়েশে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় মায়ানমার। ব্যাট করতে নেমে ভুটান নামগাং চেজায়ারের ৫০ রানের ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে তোলে ১২৭ রান।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনামের তোপের মুখে পড়ে মায়ানমার। মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় দলটি। নিজের প্রথম স্পেলে তৃতীয় ওভারের প্রথম চার বলেই তিন উইকেট তুলে নেন সোনাম। দ্বিতীয় ওভারে নেন আরও একটি উইকেট। এরপর শেষ দুই ওভারে জোড়া আঘাতে ভেঙে দেন মায়ানমারের শেষ প্রতিরোধ।
চার ওভার বোলিং করে ১টি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সেরা বোলিং ফিগার হিসেবে বিশ্ব রেকর্ড।
মায়ানমারের পক্ষে কেবল দুই ওপেনার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। ৮২ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ভুটান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



