নতুন একটি ভাষা শেখার প্রয়োজন অনেকেরই হয়। বিদেশ যাওয়ার জন্য বা ক্যারিয়ারের প্রয়োজনে, কেউ বা স্রেফ আগ্রহের বশে নতুন একটি ভাষা শিখতে ব্যস্ত হয়ে পড়েন। কঠিন একটি কাজ, আবার সহজ ও মজার একটি কাজও বটে। কিন্তু অজানা ভাষাটিকে সহজ করে তুলতে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।
১. বাস্তবিক লক্ষ্য স্থির করুন : ভিন্ন একটি ভাষা শিখতে চলেছেন। সে ভাষা কখনোই মাতৃভাষার মতো আয়ত্ত করতে পারবেন না। তাই এখান থেকে ঠিক কী এবং কতটুকু শিখবেন সে লক্ষ্য স্থির করে নিন। নতুন ভাষা থেকে আপনি কী কী পেতে চাইছেন তাও আপনার কাছে পরিষ্কার থাকা দরকার। শুরুর সময় অনেকেই আশাবাদী থাকেন। কিন্তু লক্ষ্য স্থির না থাকলে কিছুদিন বাদেই বিরক্তি চলে আসবে এবং এগোতে মন চাইবে না।
২. মাথায় রাখুন কেনো শিখছেন : পেছনের কারণটি যাই হোক, তা যেন সব সময় মাথায় পরিষ্কার থাকে। নতুন একটি ভাষা অযথাই শিখছেন না। এর যথাযথ কারণটি যৌক্তিক হওয়া চাই। অ্যালেক্স রাউলিং নামের এক ভাষা শিক্ষক বর্তমানে ১৩তম ভাষাটি শিখছেন। তার ভাষা শেখার কারণ শিক্ষার্থীদের নতুন ভাষা শেখানো। এটা তাঁর পেশার সঙ্গে জড়িত। তিনি বলেন, প্রত্যেকের নতুন একটি ভাষা শেখার আগে অন্তত ১০টি যৌক্তিক কারণ বের করে তারপর ভাষা শেখা উচিত।
৩. ঠিক কী শিখতে চান : প্রতিটি ভাষার নানা অংশ রয়েছে। বিশেষ কাজ চালাতে ভাষার বিশেষ কোনো অংশকে বেছে নিতে পারেন। তাই নয়া ভাষাটি থেকে কী বুঝতে বা শিখতে চান তা নিশ্চিত করুন। যাঁরা অনলাইনে কোর্স করে বা অ্যাপের মাধ্যমে নতুন ভাষা শিখছেন, তাঁদের জন্য বিষয়টি জরুরি। নয়তো তাল হারিয়ে ফেলবেন, কিছুই শেখা হবে না।
৪. মজার জন্য পড়ুন : ভাষার বইগুলো মজা নিয়ে পড়ুন। নতুন নতুন শব্দ শেখা ও তা জীবনে প্রয়োগ করার অভিজ্ঞতাটি রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। প্রতিদিনই নিয়মিত এসব উপভোগ করুন। দেখবেন, খুব দ্রুত এগিয়ে যেতে পারছেন।
৫. ভোকাবুলারির জন্য বিশেষ পদ্ধতি : নতুন ভাষার নতুন শব্দ শেখা বেশ কঠিন বিষয়। বারবার দেখে লিখে আর মুখস্থ করেও আয়ত্তে আনা যায় না। ‘মেমোরাইজ’ এর চিফ এক্সিকিউটিভ এড কুক বলেন, ভোকাবুলারি শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট শব্দগুলো শেখা। তাই কোনো পরিস্থিতিতে পড়লে প্রয়োজনে মনে মনে নতুন ভাষা ব্যবহার করুন।
৬. ভুল ধারণা এড়িয়ে চলুন : ভাষা শেখার কোনো বয়স নেই। কম বয়সে নতুন ভাষা মাথায় সহজে প্রবেশ করে- এই মিথটি জেনে রাখতে পারেন, কিন্তু বিশ্বাস করাটা বোকামি। শিশু-বড় সবাই নতুন ভাষা শিখতে পারেন। তবে বয়সের ভিত্তিতে শেখার পদ্ধতিতে ভিন্নতা থাকতে পারে। ভাষা সহজাতভাবে এবং পদ্ধতিগতভাবে শেখা যায়। শিশুরা নতুন কিছু শেখার সহজাত প্রবণতা থেকেই একে আয়ত্ত করতে পারে। কিন্তু বড়রা শিখবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে।
৭. মাতৃভাষা ঝালাই করুন : নিজের ভাষার অনেক কিছুই আমরা জানি না। তাই মাতৃভাষার অচেনা অংশগুলো দেখে নিতে একটু সময় দিন। নিজের ভাষা নিয়ে কিছু সময়ের চর্চা অন্য ভাষায় প্রবেশের জটিল কাজটাকে অনেক সহজ করে দেবে।
৮. অনুবাদকে অবহেলা নয় : ভাষার নানা স্তরে নানা পদ্ধতি কার্যকর হয়ে ওঠে। কিছু পর্যায়ে খুব মনোযোগের সঙ্গে শিখতে হয়, আবার কিছু অংশ মোটামুটি সহজেই শিখে ফেলা যায়। ল্যানসেস্টার ইউনিভার্সিটির জার্মান ভাষাবিষয়ক শিক্ষক রেবেকা ব্রাউন বলেন, ভাষা শেখার যেকোনো স্তরে যেকোনো সমস্যা জয়ের মোক্ষম উপায়টি হলো অনুবাদ। তাই অনুবাদ করে নতুন শব্দ ও ভাষার অর্থ বুঝে বুঝে এগোতে থাকুন।
৯. বাকপটুতায় ধ্যান দিন : নতুন যে ভাষাটি শিখছেন তা হড়বড় করে না বলতে পারলেও অন্তত টানা বলে যেতে হবে। তাই বাকপটুতা অর্জনের প্রয়োজন রয়েছে আপনার। এ জন্য নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে আপনাকে। অনেকে সব কিছু খুব দ্রুত শিখে ফেলতে চান। কিন্তু ভাষা এমন এক বিষয় যা শিখতে হবে সময় দিয়ে। কোনো বিষয় না বোঝা পর্যন্ত তাতে সময় দিতে থাকুন। উচ্চারণে সহজ না হওয়া কথা বলতেই থাকুন।
১০. ভাষাভাষিদের সঙ্গে থাকুন : যে ভাষা শিখছেন তা যাদের মাতৃভাষা অথবা যারা এ ভাষায় পটু, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ওই ভাষায় কথা বলার চেষ্টা করুন। এই উপায়ে আপনার দক্ষতা ব্যাপক হারে বেড়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।