বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছিলেন তাহসান-মিথিলা। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান।
সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা। এরপর আর কোনো নতুন কাজে তাদের একসঙ্গে পাওয়া যায়নি।
হঠাৎ করেই তাদের একটি মিউজিক ভিডিও হাজির হলো অন্তর্জালে। আর সেটিকে ঘিরেই নতুন করে আলোচনায় তাহসান-মিথিলা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) জি সিরিজের ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে তাহসান-মিথিলার গাওয়া অনুভূতি’ শিরোনামে একটি গান। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম ও শবনম ফারিয়াকে।
প্রায় তিন বছর আগে তাদের এ গানটির লিরিক প্রকাশ পেয়েছিল। তবে এবার আসলো গানটির পূর্ণ ভিডিও। তাহসান মিথিলার ভক্তরা গানটি শুনলেই বুঝবেন পুরনো গানটিই ভিডিও আকারে সামনে এলো আবার। অনুভূতি গানটি ছিল তাহসানের ‘ইচ্ছে’ অ্যালবামে। গানটি লিখেছেন তরুণ মুন্সি। সুর ও সংগীতায়োজন করেছিলেন তাহসান নিজেই।
জানা গেছে, একটি নাটকে গানটি ব্যবহার করা হয়েছে। সেই নাটকটি থেকে গানটি এবার মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেল।
এ বিষয়ে জি সিরিজের সিইও খাদেমুল জাহান বলেন, ‘নাটকের ফুটেজ থেকে গানের ভিডিও বানানোটা এখন একটা ট্রেন্ড। অনেকেই করছে। অনুভূতি গানটি সুন্দর। এর লিরিক ভিডিওটিতে দর্শক-শ্রোতার রেসপন্স ভালো। সেজন্য নতুন আয়োজনে ভিডিও তৈরি করা। আর যে নাটকের ফুটেজ ব্যবহার করা হয়েছে সেটির স্বত্ব আমাদেরই। অন্যের কিছু এখানে ব্যবহার করা হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।