বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি মাসে লস অ্যাঞ্জেলেস অটো শোতে প্রিয়ুসের সর্বশেষ সংস্করণ উন্মোচন করেছে টয়োটা। নতুন মডেলটির ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হলেও এটিকে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত করা হয়নি।
টয়োটা প্রিয়ুস দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের হাইব্রিড গাড়ির বাজারে বেশ পরিচিত নাম। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রিয়ুসটি প্রচলিত ও প্লাগ-ইন হাইব্রিড উভয় সংস্করণেই পাওয়া যাবে। তবে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত সংস্করণ যুক্ত না করার বিষয়ে টয়োটার সিদ্ধান্ত সাধারণ জনগণ ও বেশ কয়েকটি পরিবেশবাদী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত টয়োটা ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার ডেভিড ক্রাইস্ট, লস অ্যাঞ্জেলেসে ২০২৩ মডেল উন্মোচন করার পর বলেন, নতুন প্রিয়ুস মডেলটি প্রতিষ্ঠানটির ঐতিহ্যকে ধরে রেখেছে।
নতুন মডেলের বিক্রয় লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনায় অস্বীকার করেছেন ক্রাইস্ট। তবে নতুন সংস্করণটি ২০১৬ সালের মডেলের নিম্ন পারফরম্যান্স থেকে উত্তরণ ঘটাবে বলে প্রত্যাশা করেছেন তিনি।
টয়োটার নতুন ব্যাটারিচালিত বিজেডফোরএক্সের মতো, নতুন মডেলের প্রিয়ুসে একটি উচ্চ-মাউন্ট করা সাত ইঞ্চি ডিজিটাল গেজ ক্লাস্টার রয়েছে। পুরনো ১ দশমিক ৮ লিটার গ্যাস ইঞ্জিনের স্থলে নতুন মডেলটিতে দুই লিটার ইঞ্জিন দেয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে নতুন মডেলটির শক্তি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৩ হর্স পাওয়ারে পৌঁছেছে। এক গ্যালন জ্বালানি দিয়ে গাড়িটি ৫৭ মাইল যেতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।