জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের কাহারোলে নিখোঁজের একদিন পর ১১ বছর বয়সী জাকিয়া আক্তারের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
রোববার সকালে উপজেলার ২ নম্বর রসুপুল ইউনিয়নের বনড়া গ্রামের একটি বিলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাকিয়া একই উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে। সে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার তরলা বাজারে শিক্ষক শরিফুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়তে যায় জাকিয়া। এরপর আর বাড়ি ফেরেনি। পরে সেই শিক্ষকের বাড়িতে যান তার বাবা-মা। জাকিয়া প্রাইভেটে যায়নি বলে সেখানে গিয়ে জানতে পারেন তারা।
রোববার সকাল ১০টার দিকে বনড়া গ্রামের একটি বিলের পাশে নতুন মাটির ঢিবি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জাকিয়ার লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাহারোল থানার ওসি ফেরদৌস আলী জানান, ওই স্কুলছাত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।